
সিরিয়ার উত্তরাঞ্চল রাক্কায় এখন ঢুকে পরছে রাশিয়ার সেনাবাহিনী। মার্কিন সেনা প্রত্যাহারের পর তাদের স্থান পূরণ করতে রাশিয়ার সেনারা প্রবেশ করছে রাক্কায়। রাক্কা হচ্ছে ইসলামিক স্টেট (আইএস) এর পুরানো ঘাঁটি।

রাক্কা এলাকায় ২ বছর আগে কুর্দি ও যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে আইএস এর সাথে যুদ্ধ করে রাক্কা দখল করে নিয়েছিলো। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশে ২০১৯ সালের অক্টবর মাসেই সরিয়ে নেয়া হয় মার্কিন সেনাদের।
কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার যে সব অঞ্চল সেই সব অঞ্চলে তুরস্ক সেনাবাহিনীর অভিযান শুরু হবার খবে পেয়েই সেখান থেকে মার্কিন সেনা সরিয়ে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই কুর্দিরা রাশিয়ার সেনাবাহিনীকে তাদের নিয়ন্ত্রিত এলাকাতে ডেনে এনেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বন্ধু হিসেবে লড়াই করছে রাশিয়ান সেনাবাহিনী। রাশিয়ার এক টিভি চ্যানেলে দেখানো হয়েছে যে রাশিয়ার সেনারা সিরিয়ার শিশুদের সাথে হাত মেলাচ্ছে। এছাড়াও রাক্কায় ত্রান সামগ্রী বিতরণ দেখা গেছে তাদের। “রাশিয়া তোমাদের পাশে আছে” স্লোগ্যান দিচ্ছিলো রাশিয়ার সেনারা।
Leave a Reply